How does water help extinguish fires ??(কিভাবে পানি আগুন নেভাতে সাহায্য করে)

How does water help extinguish fires ??



There is hydrogen and oxygen in the water. The first one burns by itself and the second one helps to ignite the fire. When water has these two elements, then the fire in the water is supposed to burn more. Stuck that they can't work separately.This is why the nature of water as a compound is completely different from that of hydrogen and oxygen. Fire requires three conditions. 

The first is to have oil, wood or any such fuel. Second, it needs oxygen, which is in the air and needs heat. When water is poured on the fire, it does two things. First, a thick coating around the burning object prevents it from coming in contact with the air. As a result, the fire is extinguished by the effect of oxygen. And despite having oxygen, water helps put out fires.

পানিতে আছে হাইড্রোজেন ও অক্সিজেন।প্রথমটি নিজে জ্বলে আর দ্বিতীয়টি আগুন জ্বলতে সাহায্য করে।পানিতে যখন এ দুটি উপাদান রয়েছে,তাহলে তো পানিতে আগুন আরও বেশি জ্বলার কথা।কিন্তু সেটা না হওয়ার কারণ হলো আগুনের বন্ধু এ দুটি উপাদান পানির মধ্যে রাসায়নিক সংশ্লেষণের মাধ্যমে এমন শক্তভাবে আটকে থাকে যে ওরা আলাদাভাবে কাজ করতে পার না।এ জন্যই একটি যৌগ হিসেবে পানির ধর্ম হাইড্রোজেন ও অক্সিজেন থেকে সম্পূর্ণ আলাদা।আগুন জ্বলার জন্য তিনটি শর্ত দরকার হয়।প্রথমটি হল,তৈল,কাঠ বা এ ধরণের কোন জ্বালানি থাকতে হবে।দ্বিতীয়টি, অক্সিজেন লাগবে,যা বাতাসে থাকে আর দরকার প্রয়োজনীয় তাপ।আগুনে পানি ঢাললে সে দুটি কাজ করে।প্রথমে জ্বলন্ত বস্তুর চারপাশে একটি পুরূ প্রলেপ দিয়ে তাকে বাতাসের সংস্পর্শে আসতে বাধা দেয়।

ফলে অক্সিজেনের প্রভাবে আগুন নিভতে থাকে।আর একই সঙ্গে পানি আগুনের তাপ শুষে নেই।তখন দাহ্য বস্তু প্রজ্বলন তাপমাত্রা হারিয়ে নিভে যায়।এভাবে হাইড্রোজেন ও অক্সিজেন থাকা সত্ত্বেও পানি আগুন নেভাতে সাহায্য করে।




Powered by Blogger.